দোয়েল আবার উৎপাদন শুরু হয়েছে এবং বিক্রিও হচ্ছে। তবে আগের তুলনায় দাম বেড়েছে ১৭০০টাকা পর্যন্ত।
১. দোয়েল বেসিক ০৭০৩ই (পূর্বের ০৭০৩)
মূল পরিবর্তনঃ ব্যাটারী; আগের ০৭০৩ তে ছিল ২২০০mAh ব্যাটারী যার সর্বোচ্চ ব্যাকআপ টাইম ১ ঘন্টা ৩০ মিনিট ছিল। বর্তমানে ০৭০৩ই তে ব্যবহৃত হচ্ছে ৪৪০০mAh লিথিয়াম আয়ন ব্যাটারী ফলে এখন প্রায় ৩ঘন্টার উপর ব্যাকআপ পাওয়া যাবে।
স্ক্রীন সাইজঃ ১০.১" এলইডি (১০২৪x৬০০ পিক্সেলস)
প্রসেসরঃ ইন্টেল এ্যাটম এন৪৫৫ (১.৬৬ গি.হা/৫১২ কে.বি ক্যাশ)
চিপসেটঃ ইন্টেল এনএম১০
র্যামঃ ১ গি.বা. ডিডিআর থ্রি
গ্রাফিক্সঃ ইন্টেল জিএমএ ৩১৫০ (২৫৬মেবা পর্যন্ত বিল্টইন)
হার্ডডিস্কঃ ২৫০ গি.বা. সাটা
ওয়েব ক্যামঃ ১.৩ মেগাপিক্সেল
ব্লুটুথঃ ২.০
ওয়াইফাইঃ ৮০২.১১/বি/জি/এন
ব্যাটারীঃ ৪৪০০mAh লিথিয়াম আয়ন
ইউএসবি পোর্ট সংখ্যাঃ ২ টি ইউএসবি২
ল্যান পোর্টঃ RJ-45
কী-বোর্ড কী সংখ্যাঃ ৮৩ টি
টাচ প্যাডঃ স্ক্রল স্কোপ
রংঃ কাল, মেরুন, সিল্ভার
মূল্যঃ ১৫,৫০০/- (কাল); ১৫,৮০০/- (মেরুন/সিল্ভার)
ওয়ারেন্টিঃ ৬মাসের ওয়ারেন্টি।
এছাড়াও আছে ২ ওয়াটের স্পিকার, 4in1 কার্ড রিডার এবং এক্সটারনাল ভিজিএ কানেক্টর । তবে এটিতে কোন অপ্টিক্যাল ড্রাইভ নেই।
০২. দোয়েল স্ট্যান্ডার্ড ২৬০৩
স্ক্রীন সাইজঃ ১২.১" এলইডি (১৩৬৬x৭৬৮ পিক্সেলস)
প্রসেসরঃ ইন্টেল এ্যাটম এন৪৭৫ (১.৮৩ গি.হা/৫১২ কে.বি ক্যাশ)
চিপসেটঃ ইন্টেল এনএম১০
র্যামঃ ২ গি.বা. ডিডিআর থ্রি
গ্রাফিক্সঃ ইন্টেল জিএমএ ৩১৫০ (২৫৬ মে.বা. পর্যন্ত)
হার্ডডিস্কঃ ৩২০ গি. বা. সাটা
ওয়েব ক্যামঃ ১.৩ মেগাপিক্সেল
ব্লুটুথঃ ২.০
ওয়াইফাইঃ ৮০২.১১/বি/জি/এন
ব্যাটারীঃ ৪২০০mAh (২.৫+ ব্যাকআপ)
ইউএসবি পোর্ট সংখ্যাঃ ২টি ইউএসবি ২.০
ল্যান পোর্টঃ RJ-45
কী-বোর্ড কী সংখ্যাঃ ৮২ টি
টাচ প্যাডঃ স্ক্রল স্কোপ
রংঃ কাল, মেরুন, সিল্ভার।
মূল্যঃ ২৩,০০০/- (কাল), ২৩,৩০০/- (মেরুন/সিল্ভার)
ওয়ারেন্টিঃ ১ বছর (ব্যাটারী ৬ মাস রিপ্লেসমেন্ট)
এছাড়াও আছে ৩ ওয়াটের স্পিকার, 4in1 কার্ড রিডার এবং এক্সটারনাল ভিজিএ কানেক্টর । তবে এটিতে কোন অপ্টিক্যাল ড্রাইভ নেই।
০৩. দোয়েল এ্যাডভান্সড ১৬১২
স্ক্রীন সাইজঃ ১৪" এলইডি (১৩৬৬x৭৬৮ পিক্সেলস)
প্রসেসরঃ ইন্টেল ডুয়াল কোর পি৬২০০ (২.১৩গি.হা./৩ মে.বা. ক্যাশ)
চিপসেটঃ ইন্টেল এইচএম৫৫
র্যামঃ ২গিবা ডিডিআর থ্রি
গ্রাফিক্সঃ ইন্টেল এইচডি
হার্ডডিস্কঃ ৩২০ গি.বা.
ওয়েব ক্যামঃ ১.৩ মেগা পিক্সেল
ব্লুটুথঃ ২.০
ওয়াইফাইঃ ৮০২.১১/বি/জি/এন
ব্যাটারীঃ ৪৪০০ mAh (৩ ঘন্টা ব্যাকআপ)
ইউএসবি পোর্ট সংখ্যাঃ ৩টি ইউএসবি ২.০
ল্যান পোর্টঃ Rj-45
কী-বোর্ড কী সংখ্যাঃ ৮৬টি
টাচ প্যাডঃ স্ক্রল স্কোপ
রংঃ কাল, মেরুন।
মূল্যঃ ২৮,৫০০/- (কাল), ২৮,৮০০/- (মেরুন)
ওয়ারেন্টিঃ ১ বছর (ব্যাটারীর জন্য ৬ মাস)
এছাড়াও আছে ৩ ওয়াটের স্পিকার, 4in1 কার্ড রিডার ,এক্সটারনাল ভিজিএ কানেক্টর, এইচডিএমআই এবং ডিভিডি রাইটার ইত্যাদি ।
শীঘ্রই আসছেঃ দোয়েল এডভান্স্ড ১৬১২আই৩
স্ক্রীন সাইজঃ ১৪" এলইডি এইচ ডি [zero bright dot/Glare less] (১৩৬৬x৭৬৮ পিক্সেলস)
প্রসেসরঃ ইন্টেল কোর আই৩-২৩৫০এম (২.৩০গি.হা./৩ মে.বা. ক্যাশ)
চিপসেটঃ ইন্টেল এইচএম৬৫
র্যামঃ ৪ গিবা ডিডিআর থ্রি ৮ গি.বা. পর্যন্ত বাড়ানো যাবে
গ্রাফিক্সঃ ইন্টেল এইচডি৩০০০
হার্ডডিস্কঃ ৫০০ গি.বা.
ওয়েব ক্যামঃ ১.৩ মেগা পিক্সেল
ব্লুটুথঃ ৩.০
ওয়াইফাইঃ ৮০২.১১/বি/জি/এন
ব্যাটারীঃ ৫২০০ mAh
ইউএসবি পোর্ট সংখ্যাঃ ৩টি ইউএসবি ২.০
ল্যান পোর্টঃ Rj-45
কী-বোর্ড কী সংখ্যাঃ ৮৭/৮৮/৯০টি
টাচ প্যাডঃ স্ক্রল স্কোপ
রংঃ কাল, মেরুন।
এছাড়াও আছে ৩ ওয়াটের স্পিকার, 4in1 কার্ড রিডার ,এক্সটারনাল ভিজিএ কানেক্টর, এইচডিএমআই এবং ডিভিডি রাইটার ইত্যাদি ।
আজ
এ পর্যন্তই। তবে আরেকটা কথা। আপনারা যারা আগে দোয়েল বেসিক ০৭০৩ কিনেছিলেন
এবং এর কমজোড়ি ব্যাকআপ এর কারনে অসন্তুষ্ট বা ব্যাটারিতে সমস্যা দেখছেন
তারা টেশিসে গিয়ে ব্যাটারি রিপ্লেস নিতে পারবেন আর ০৭০৩ এর ৩ সেলের ২২০০mAh
ব্যাটারি বদলে যদি ৬ সেলের ৪৪০০mAh ব্যাটারী নিতে চান তবে আরও ১৫০০/-
গুনতে হবে।
সরাসরি চলে যান বাংলাদেশ টেলিফোন সংস্থায় (টঙ্গিতে যাওয়ার যে কোন বাসে উঠে হেল্পার কে বললেই ঠিক টেশিসের সামনে নামিয়ে দেবে) আর সেখানকার সিকিউরিটি গার্ডদের কাছে দোয়েল কিনবেন বললেই দেখিয়ে দিবে কোথায় যেতে হবে। টেশিসের কর্মচারীদের ব্যবহার যথেষ্ট ভাল মানের। আপনার মনে হতে পারে আপনি ভুল দেখছেন নাতো? কারণ বাংলাদেশে আসলে কোন বিক্রয় কারী এতটা সৌজন্য দেখায় না। আমার এক বন্ধুর ব্যাটারীতে সমস্যা হওয়ায় সে রিপ্লেসমেন্টের দাবী করার পর তারা হাসি মুখেই ব্যাটারী বদল করে দিয়েছেন।
সরাসরি চলে যান বাংলাদেশ টেলিফোন সংস্থায় (টঙ্গিতে যাওয়ার যে কোন বাসে উঠে হেল্পার কে বললেই ঠিক টেশিসের সামনে নামিয়ে দেবে) আর সেখানকার সিকিউরিটি গার্ডদের কাছে দোয়েল কিনবেন বললেই দেখিয়ে দিবে কোথায় যেতে হবে। টেশিসের কর্মচারীদের ব্যবহার যথেষ্ট ভাল মানের। আপনার মনে হতে পারে আপনি ভুল দেখছেন নাতো? কারণ বাংলাদেশে আসলে কোন বিক্রয় কারী এতটা সৌজন্য দেখায় না। আমার এক বন্ধুর ব্যাটারীতে সমস্যা হওয়ায় সে রিপ্লেসমেন্টের দাবী করার পর তারা হাসি মুখেই ব্যাটারী বদল করে দিয়েছেন।
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।
Courtesy: Tuner রহস্যময় অভিযাত্রী ( http://www.techtunes.com.bd/tuner/mystery )
Courtesy: Tuner রহস্যময় অভিযাত্রী ( http://www.techtunes.com.bd/tuner/mystery )
0 comments:
Post a Comment
Thanks for your kind Comment. I hope you will visit regularly.